আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত “রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা” রূপরেখার লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. বাছেদুর রহমান।
শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার সদর কড়িকান্দি বাজার এলাকায় লিফলেট বিতরণের পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গৌরিপুর–হোমনা আঞ্চলিক সড়কের গাজীপুর ও বাতাকান্দি বাজার এলাকা প্রদক্ষিণ করেন তিনি।
এ সময় তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

