“জনসেবাই আমার রাজনীতি”—এই অঙ্গীকার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম বলেছেন, আমি ব্যবসায়ী মানুষ; চাইলে নিজ জীবনে স্বচ্ছলভাবে চলতে পারতাম। কিন্তু জনগণের কল্যাণে নিজেকে নিবেদন করতেই রাজনীতিতে এসেছি। দায়িত্বে থাকাকালীন সময়ে সর্বদা জনগণের পাশে থেকেছি—চিতলমারীতে এমন একজনও নেই, যে বলতে পারবে আমি তার ক্ষতি করেছি।
শনিবার (৮ নভেম্বর) বিকেল তিনটায় চিতলমারী উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া বাজার ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
মোল্লা মুজিবুর রহমান শামীম আরও বলেন, হাতপাখা হলো শান্তির প্রতীক। আমরা এই প্রতীকের মাধ্যমে সমাজে ন্যায়, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের আদর্শে পরিচালিত সমাজ গঠনই আমাদের লক্ষ্য।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মাওলানা মুফতি মফিজুল ইসলাম। এ সময় ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা–কর্মীসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

