AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“জনগণের সেবক হতে চাই” — গোপালগঞ্জ ০১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম



“জনগণের সেবক হতে চাই” — গোপালগঞ্জ ০১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “আমি নেতা হতে চাই না, আমি মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই।”

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে নিজ বাসভবনে মুকসুদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় সেলিমুজ্জামান সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে উল্লেখ করে বলেন, “আপনাদের লেখনীর মাধ্যমে দেশের প্রতিটি এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে উঠে আসে। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়ন ঘটাতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়ন দিয়েছেন। জনগণের ভালোবাসা ও আপনাদের সহযোগিতা নিয়েই আমি বিজয়ের জন্য কাজ করব।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।

আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান, সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সামসুল আরেফিন মুক্তা, হোসাইন আহমদ কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ধর্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া এবং সদস্য নূর আলম শেখসহ অন্যরা।

সভা শেষে প্রার্থী সেলিমুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “গোপালগঞ্জ-১ আসনের মানুষ বহু বছর উন্নয়ন থেকে বঞ্চিত। আমি চাই এই এলাকা নতুন করে এগিয়ে যাক। আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য ।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!