আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ‘৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবচর পৌর জামায়াতে ইসলামী আমির বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা তৌফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামী আমির ও মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী সারোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার হোসাইন বলেন, “দেশে ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী কাজ করছে। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সমাজ।”
তিনি আরও বলেন, “আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে স্বাধীনভাবে সাংবাদিকতা করুন। তাঁরা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরবেন তাঁদের লেখনীর মাধ্যমে।”
দেশের ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর জানিয়ে সারোয়ার হোসাইন বলেন, “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সভায় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মজিবুর রহমান শিকদার, স্থানীয় নেতৃবৃন্দ ও শিবচরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

