AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শেরপুর জেলা



খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শেরপুর জেলা

খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর ফাইনাল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা দল। শনিবার (৮ নভেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতেই জুয়েলের করা একমাত্র গোলে এগিয়ে যায় শেরপুর দল। এরপর শেরপুরের ধারাবাহিক আক্রমণে পুরো ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয় বগুড়া জেলা দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া। এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হযরত আলী, জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, টুর্নামেন্ট আহ্বায়ক খন্দকার আব্দুল হামিদ এবং সদস্য সচিব সৈয়দ রেজাউল করিম মনি প্রমুখ।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শেরপুর দলের গোলরক্ষক রাহুল, আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন শেরপুরের খেলোয়াড় জুয়েল।

দীর্ঘদিন পর অর্ধলক্ষাধিক দর্শকের উপস্থিতিতে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসবমুখর পরিবেশে দর্শকরা উপভোগ করেন দারুণ এই ফুটবল ম্যাচ।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশে নতুন অনুপ্রেরণা তৈরি হয়েছে। পিছিয়ে থাকা শেরপুরের ফুটবলে নতুন উদ্দীপনা যোগ করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। এখান থেকেই জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরির পাশাপাশি জেলার সর্বত্র ফুটবলকে জনপ্রিয় করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যুব সমাজ খেলাধুলায় মনোযোগী হয়ে মাদকাসক্তি থেকে দূরে থাকে।

উল্লেখ্য, নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়— শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ ও বগুড়া জেলা দলসহ মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা দল।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!