AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার



নারায়ণগঞ্জে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জয়কৃষ্ণ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয়কৃষ্ণ নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে। তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টিতে একটি দোকানে চাকরি করতেন এবং বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়াবাসায় থাকতেন।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপপরিদর্শক রকিবুল হাসান জানান, শুক্রবার রাতে জয়কৃষ্ণ টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতাবশত পা ফসকে নদীতে পড়ে যান। স্থানীয়রা তখনই খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে আবার অভিযান চালিয়ে বেলা সোয়া ১০টার দিকে দুর্ঘটনাস্থলের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, “শুক্রবার রাতে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি। রাতভর চেষ্টা ব্যর্থ হওয়ায় শনিবার সকালে আবার অভিযান চালানো হয়। পরে বেলা সোয়া ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।”

নিহতের মামা সুশান্ত কুমার সাহা জানান, “জয় নারায়ণগঞ্জে কাজ করতেন এবং পরিবারের সঙ্গে থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!