AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় পৌর যুবদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত



গলাচিপায় পৌর যুবদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পটুয়াখালীর গলাচিপায় পৌর যুবদলের আয়োজনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় গলাচিপা পৌর যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে শহরের পোস্ট অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে গলাচিপা থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে বুকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্র কাঠামো তৈরিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।”

সভায় উপস্থিত ছিলেন গলাচিপা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন, রতনদীতালতলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. জামাল আকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মজিবর, রতনদীতালতলী ইউনিয়ন যুবদল নেতা মো. রুবেল ও মো. মাসুদ, পানপট্টি ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. জসিম মিয়া ও সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির রহমান উদয়, উপজেলা শ্রমিক দলের নেতা মো. দেলোয়ার, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ, এবং অন্যান্য উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!