আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে রোয়াইলবাড়ি জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন ভূইয়া সুরুজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তুফা কালাম বাবলু এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইমরান খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ, অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর করিম কায়সার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. হিলালী বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়।”
সভায় উপস্থিত নেতারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যাপক উপস্থিতিতে বর্ধিত সভাটি পরে জনসভায় রূপান্তরিত হয়।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

