AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

র‍্যাবের পোশাক পরা দুর্বৃত্তের হাতে ২৫ লাখ টাকা ছিনতাই



র‍্যাবের পোশাক পরা দুর্বৃত্তের হাতে ২৫ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জে র‍্যাবের পোশাক পরা দুর্বৃত্তদের বিরুদ্ধে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোবাইল টেলিকম ব্যাংকিং ব্যবসায়ী মো. সজীব হোসেন (২৭) এ ঘটনায় র‍্যাব-১১, সিদ্ধিরগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে সজীব হোসেন উল্লেখ করেছেন, গত ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে ব্যবসার নগদ ২৫ লাখ টাকা কালো রঙের অফিস ব্যাগে নিয়ে গুলিস্তান থেকে স্বদেশ পরিবহনে মদনপুরের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডের সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি সাদা হাইএস মাইক্রোবাস তার বাসটির সামনে ব্যারিকেড দেয়।

মাইক্রোবাস থেকে নামা চারজনের মধ্যে দুইজনের গায়ে র‍্যাবের পোশাক, আর দুইজনের গায়ে সিভিল পোশাক ছিল। তারা অস্ত্রের মুখে সজীবকে হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নেয়। পরে তার চোখে গামছা বেঁধে মারধর করে এবং সঙ্গে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সজীব হোসেন আরও জানান, দুর্বৃত্তরা তাকে মারধর করার পর দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জ মৌচাক ক্যানালপাড়ে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় এবং হত্যার হুমকি দেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

ঘটনার পর তিনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবহিত করে র‍্যাব-১১, সিদ্ধিরগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

র‍্যাব-১১ সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!