‘ভোরের আলোয় কেটে যাক আঁধার কালো, জীবনে শান্তি বয়ে আনুক ভোরের আলো’—এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের মাদারগঞ্জে ৬০০ দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলার আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে স্বাস্থ্য সচেতনতামূলক সংগঠন মানবিক উন্নয়ন ভাবনা এ ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথন শুরুর আগে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির সমন্বয়কারী এনামুল হক রিপন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা, ম্যারাথনের সমন্বয়কারী রাশেদুল করিম লিটনসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, “আধুনিক নাগরিক জীবনে আমরা শারীরিক ব্যায়ামের জন্য খুব কম সময় বের করতে পারি। রাতে দেরিতে ঘুমানো ও সকালে দেরিতে উঠার কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছি। নিয়মিত ৩০ মিনিট শরীরচর্চা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। ব্যস্ত জীবনে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।”
পরে জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৬০০ দৌড়বিদ ম্যারাথনে অংশ নেন। আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বালিজুড়ি বাজার ঘুরে আবার একই স্থানে এসে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনটির সমাপ্তি হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

