AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে পদ্মা নদীতে ৩টি অবৈধ আড়াআড়ি বাঁধ অপসারণ



চরভদ্রাসনে পদ্মা নদীতে ৩টি অবৈধ আড়াআড়ি বাঁধ অপসারণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে তিনটি অবৈধভাবে নির্মিত আড়াআড়ি বাঁধ অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্রভাবশালী মহলসহ কয়েকটি জেলে গোষ্ঠী দীর্ঘদিন ধরে নদীতে এসব বাঁধ নির্মাণ করে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল। এতে নদীর প্রাকৃতিক মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোসাইন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, চরভদ্রাসন থানার একটি পুলিশ টিম, এছাড়া উপজেলা ভূমি অফিস ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মচারী সহযোগিতা করেন।

অভিযানে পদ্মা নদীতে তিনটি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়। এর মধ্যে একটি বাঁধের দৈর্ঘ্য প্রায় ২.৫ কিলোমিটার এবং অপর দুটি বাঁধের দৈর্ঘ্য ৫০০ মিটার করে। মোট ৩.৫ কিলোমিটার বাঁধ ধ্বংস করা হয়। পরবর্তীতে বাঁধের নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন বলেন, “মৎস্য প্রজাতি রক্ষায় পদ্মা নদীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান, নদীতে মাছের অবাধ চলাচল ও প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!