AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত কামরুল আটক



অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত কামরুল আটক

সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কোস্ট গার্ড জানায়, সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া চালিয়ে একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ দুলাভাই বাহিনীর সদস্য কামরুল সরদার (৫৫) কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কামরুল সরদার সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি চালাচ্ছিল।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

বিকালে (৬ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!