আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার পিতা হারেজ আলী মোল্লা (৮৫) বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকার পি.জি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মরহুম হারেজ আলী মোল্লা স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বাদ যোহর হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমকে সাচিলাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের বড় পুত্র, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, মাগুরার জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খানের প্রতিনিধি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, মাগুরা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল মতিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীনসহ অন্যান্য বিশিষ্টজন।
শ্রীপুর প্রেসক্লাব মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

