নওগাঁর মান্দা উপজেলায় বিপুল পরিমাণ গাঁজার গাছসহ স্বপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত স্বপন হোসেন ওই গ্রামের পশ্চিমপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে।
মান্দা থানার এসআই সুজন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়পই গ্রামে অভিযান চালিয়ে স্বপনের বাড়ি থেকে প্রায় ২৫ কেজি ১০ গ্রাম ওজনের বিপুল পরিমাণ গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এঘটনায় স্বপনকে হাতেনাতে আটক করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান আশেকীন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপন হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

