AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় থানায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৬:৫৫ পিএম, ৬ নভেম্বর, ২০২৫

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় থানায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

শেরপুরের নকলায় দায়িত্ব পালনের সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর শারীরিক হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে, সুষ্ঠু বিচার ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার দাবিতে উপজেলায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা প্রকৌশলী সামছুল হক রাকিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসে যান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫)। এ সময় বাইরে অপেক্ষা করছিলেন ছাত্রদলকর্মী ফজলু (৩২)। কাইয়ুম কৃষি কর্মকর্তার কাছে জানতে চান কৃষি প্রণোদনা কোন কোন বিএনপি নেতাকে দেওয়া হয়েছে এবং ছাত্রদলের ভাগ চেয়ে চাপ প্রয়োগ করেন।

কৃষি কর্মকর্তা বিষয়টি মোবাইল ফোনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমানকে জানালে কাইয়ুম আরও ক্ষিপ্ত হন। উত্তেজনার এক পর্যায়ে তিনি কৃষি কর্মকর্তাকে চড় মেরে টেনে-হিঁচড়ে অফিসকক্ষের বাইরে নিয়ে যান এবং ফজলুর সহযোগিতায় মারধর শুরু করেন। আশপাশের লোকজন গিয়ে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করেন।

অভিযুক্তদের বিরুদ্ধে ওই দিনই কৃষি কর্মকর্তা নকলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ একটি নিয়মিত মামলা রুজু করে। বর্তমানে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম পলাতক রয়েছেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, “রাহাত হাসান কাইয়ুম নিজেকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পরিচয় দিয়ে কৃষি প্রণোদনার ছাত্রদলের ভাগ চেয়ে গালিগালাজ শুরু করেন। বিষয়টি আমি মোবাইল ফোনে খোরশেদুর রহমানকে জানানোর পর কাইয়ুম আমাকে চড় মারেন এবং টেনে-হিঁচড়ে অফিসকক্ষে থেকে বের করে আমাকে মারধর করেন। সঙ্গে থাকা ছাত্রদলকর্মী জুয়েলও মারধরে অংশগ্রহণ করেন।”

নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, বিষয়টি নিয়ে নকলা থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!