ময়মনসিংহে দুটি পৃথক হত্যা মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দুটি পৃথক ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
প্রথম মামলায়, পরকীয়ার জেরে সংঘটিত হত্যার ঘটনায় ময়মনসিংহ জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১-এর বিচারক মোহাম্মদ হারুন-অর-রশিদ পুলিশ কনস্টেবল আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া জানান, ২০১৪ সালে পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম পুলিশ কর্মকর্তা আলাউদ্দিনের স্ত্রী নাসরিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
এর জেরে আলাউদ্দিন ও নাসরিন মিলে সাইফুলকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় ঘটনা ফাঁস হলে দুজনকেই আটক করে পুলিশ। নিহত সাইফুলের মা মুলেদা বেগম কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ (১২ জন সাক্ষী) ও যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার অভিযুক্তদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় তারাকান্দায় এক নারী হত্যার ঘটনায় জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-৪-এর বিচারক জয়নাব বেগম আসামি রুবেলকে মৃত্যুদণ্ড এবং দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বেঞ্চ সহকারী আবদুল মালেক জানান, ২০২২ সালে তারাকান্দা উপজেলায় কুলসুম নামের এক নারীকে হত্যা করে গহনা লুটে পালানোর সময় স্থানীয়রা রুবেল ও দ্বীন ইসলামকে আটক করেন। পরে নিহতের ছেলে মিজানুর রহমান তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।
আদালত রায়ে রুবেলকে মৃত্যুদণ্ড এবং দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুটি মামলার রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

