AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াইহাজারে ভাবী ও ভাতিজার হত্যার দায়ে চাচার মৃত্যুদন্ড



আড়াইহাজারে ভাবী ও ভাতিজার হত্যার দায়ে চাচার মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবী রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে, সাদিকুর ধারালো বটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। পরে রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহা (৮)কেও কুপিয়ে হত্যা করেন এবং আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে সাদিকুর রহমানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত সাদিকুর রহমান সাদিককে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!