কোটচাঁদপুরে একদিনে বিষপান করে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা একজন পুরুষ ও একজন নারী। বৃহস্পতিবার পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা যায়, কোটচাঁদপুরের কুশনা ইউনিয়নের ইকড়া গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে তৌফিক হাসান (২২) পরিবারের মানুষের উপর অভিমান করে বুধবার সকাল ৯:৩০ মিনিটে বিষপান করেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর নেওয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান। তৌফিক বাড়ির পাশে একটি ঔষধ ফার্মেসি চালাতেন।
অন্যদিকে, হাজেরা খাতুন (১৫) স্বামীর উপর অভিমান করে স্বামীর বাড়িতে বিষপান করেন। বিষের প্রভাবে তিনি ছটফট করতে থাকেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন। রেফার্ডের প্রস্তুতির সময় তিনি মারা যান। হাজেরা খাতুন হরিনদিয়া গ্রামের তুহিন হোসেনের স্ত্রী। জানা গেছে, তাদের বিয়ে হয়েছিল মাত্র ৩ মাস আগে।
কোটচাঁদপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর। ময়নাতদন্তের পর মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

