বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনের (অপরাজিতা) কনফারেন্স হলে সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সমস্যা, উন্নয়নের সম্ভাবনা, গণমাধ্যমের ভূমিকা এবং জামায়াতের রাজনৈতিক কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুনজুরুল হক রাহাত। এসময় উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা যুব বিভাগের নেতৃবৃন্দ এবং মোল্লাহাট প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার যুব বিভাগের সেক্রেটারি পারভেজ আলম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনজুরুল হক রাহাত বলেন, “মানুষ পরিবর্তন চায়। ডাকসু, রাখসু মতো এবার জামায়াত বিজয় হবে। বিজয়ী হলে আমি বাগেরহাটকে আধুনিক ও সুন্দরভাবে গড়ে তুলবো।”
বক্তারা বলেন, “গণমাধ্যম সমাজের আয়না। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”
সভা শেষে সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান আয়োজকরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

