AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয়পুরহাটে দুই আসনে বিএনপির নতুন মুখ পেলেন মনোনয়ন, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৭:৪১ পিএম, ৪ নভেম্বর, ২০২৫

জয়পুরহাটে দুই আসনে বিএনপির নতুন মুখ পেলেন মনোনয়ন, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনে বিএনপি দুই নতুন মুখকে মনোনয়ন দিয়েছে। জয়পুরহাট-১ আসনে মনোনয়ন পেয়েছেন মো. মাসুদ রানা প্রধান, সাবেক সাংসদ মরহুম মোজাহার আলী প্রধানের ছেলে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। জয়পুরহাট-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব আব্দুল বারী।

মনোনয়নের খবর প্রকাশের পর থেকেই সাধারণ ভোটার ও দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও স্বস্তির বাতাস বিরাজ করছে। রাত থেকেই নতুন প্রার্থীদের বাড়িতে কুশল বিনিময়, গণসংযোগ, কর্মিসভা ও সমাবেশ শুরু হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, “বিএনপি একটি বড় দল। হাইকমান্ড যাকে পছন্দ করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। সবাই মিলিতভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করবে।”

মনোনয়নপ্রাপ্ত নতুন দুই প্রার্থীও নেতাকর্মী ও সাধারণ ভোটারের আশা অনুযায়ী উন্নয়ন ও সেবামূলক রাজনীতি করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জয়পুরহাট-১ আসনের মাসুদ রানা প্রধান বলেন, “আমার বাবা মানুষের জন্য রাজনীতি করেছেন, আমি সেই পথেই হাঁটছি। মানুষ আজও উন্নয়ন, ন্যায়ের রাজনীতি ও নিরাপত্তা চায়।”

জয়পুরহাট-২ আসনের আব্দুল বারী বলেন, “আমার অভিজ্ঞতা মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই। এই এলাকার মানুষ উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি চায়, আমি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই।”

উল্লেখ্য, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত জয়পুরহাটের এই দুই আসন বিএনপির দখলে ছিল, পরে আওয়ামী লীগের দখলে চলে যায়। স্বাধীনতার পরে প্রথমবার কালাই উপজেলা থেকে বিএনপির সাবেক সচিব আব্দুল বারী মনোনয়ন পেয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!