কুমিল্লার তিতাস উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় আসামী, নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিল্লাল মেম্বারের গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এবং স্থানীয় এলাকায় জানাজানি হওয়ার পর ফেসবুকে নিন্দার ঝড় ওঠে।
স্থানীয়রা জানিয়েছেন, তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার বাদী মোঃ জামির হোসেন ফেসবুকে লাইভ এসে নানা ধরনের বক্তব্য দেন, যা উপজেলাবাসীর মধ্যে বিতর্কের সৃষ্টি করে।
চলমান এই পরিস্থিতিতে মামলার এজাহারভুক্ত আসামী বিল্লাল মেম্বারকে থানা পুলিশ গ্রেপ্তার করলে তার দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় বিভিন্ন পেশার মানুষ ফেসবুকে “বিল্লাল মেম্বারকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে” দাবি করে স্ট্যাটাস ও মন্তব্যের মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি কামনা করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী বিল্লাল হোসেনকে আমরা গ্রেপ্তার করেছি। আজ রবিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

