জামালপুরের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উল বাশারকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার গুঠাইল বাজার এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীর পক্ষে মাহমুদুল হাসান,হাসমত মিয়াসহ অন্যন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা সমাজের আলোকবর্তিকা প্রধান শিক্ষক শামীম উল বাশারকে শিক্ষক নামে কলংঙ্ক আখ্যা দিয়ে প্রশাসনের নিকট দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য যে,গত মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার গুঠাইল এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এঘটনায় ওইদিন রাতে পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উল বাশারকে (৪৫) আসামি দিয়ে ইসলামপুর থানায় মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা। অভিযুক্ত ওই শিক্ষককে বর্তমানে পলাতক রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

