পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে গাছের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে দুর্বার উন্নয়ন সংস্থা আবারও হাতে নিয়েছে “সবুজের স্বপ্ন” কর্মসূচি। এরই অংশ হিসেবে রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলার চিতলমারী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি ফলজ ও ফুলের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বার উন্নয়ন সংস্থার পক্ষে সাংবাদিক পংকজ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, সহকারী সুপার মাওলানা জাকির হুসাইন, চিতলমারী উপজেলার জেনারেল শিক্ষা সমিতির সভাপতি শোয়েভ হোসেন গাজী, সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম, মাওলানা ইব্রাহিম, মাওলানা ইদ্রিস, মো. সিদ্দিকুর রহমান, মো. ইউসুফ আলী, আব্দুর রহমান, মোফাজেজুল হকসহ শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি, ভোকেশনাল ও হিফজ শাখার শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া হয়।
সহকারী সুপার মাওলানা জাকির হুসাইন বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। দুর্বার উন্নয়ন সংস্থা যে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীরা পরিবেশের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠবে।”
চিতলমারী উপজেলার জেনারেল শিক্ষা সমিতির সভাপতি শোয়েভ হোসেন গাজী বলেন, “শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া মানে তাদের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলা। দুর্বার উন্নয়ন সংস্থার এই কার্যক্রম শুধু পরিবেশ নয়, মানবিক শিক্ষারও প্রতিফলন। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ যেন আরও বিস্তৃত হয়—এটাই আমাদের প্রত্যাশা।”
প্রধান অতিথি সাংবাদিক পংকজ মন্ডল বলেন, “দুর্বার উন্নয়ন সংস্থা সবসময় সমাজ ও পরিবেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়া। এই চারা বিতরণ কর্মসূচি আমাদের সবুজ বাংলাদেশ গড়ার প্রয়াসেরই অংশ।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন অতিথিরা। মাদ্রাসা প্রাঙ্গণ হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে। পরিবেশ সচেতনতার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও সৃষ্টি হয়েছে উজ্জীবিত উৎসাহ ও অনুপ্রেরণা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

