দিনাজপুরের পার্বতীপুরে কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট উৎপাদনক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ ধরে উৎপাদন বন্ধ থাকার পর রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টা ৮ মিনিটে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়।
এর আগে কেন্দ্রের সব ইউনিট অচল হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ ছিল। গত ১৯ অক্টোবর রাতে কেন্দ্রের একমাত্র সচল ১ নম্বর ইউনিটটিও বিকল হয়ে গেলে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে ১৬ অক্টোবর সকালে ৩ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়। দীর্ঘদিন ধরেই ২ নম্বর ইউনিটটি অচল অবস্থায় রয়েছে। সব মিলিয়ে বেশ কিছুদিন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি।
সূত্র জানায়, তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ম ও ৩য় ইউনিট সচল ছিল। কিন্তু ৩য় ইউনিটের গভার্নর ভালভ ও স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার সকাল থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর রোববার রাতে বয়লার টিউব ফেটে যাওয়ায় ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ম ইউনিটটিও বন্ধ হয়ে পড়ে। অপরদিকে ২য় ইউনিটে ওভারহোলিং কাজ চলায় সেটিও বন্ধ ছিল।
তবে যান্ত্রিক ত্রুটি সারিয়ে রোববার দুপুরে পুনরায় ১ নম্বর ইউনিট থেকে উৎপাদন শুরু হয়।
এ বিষয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, “বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩য় ইউনিটের মেরামত কাজ চলছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ম ইউনিটটির মেরামত শেষে সেটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিকভাবে চলছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

