টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেটগামী যাত্রীবাহী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস-এ “এন আইডি যার, টিকিট তার” এর আওতায় টিকিট কালোবাজারিদের রুখতে এ অভিযান চালানো হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (আখাউড়া) সঞ্জয় কুমার হাওলাদার, এবং শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ। অভিযানে সহযোগিতা করেছেন রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরাও।
ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, “‘এন আইডি যার, টিকিট তার’ এর আওতায় টিকিট কালোবাজারিদের রুখতে রেলস্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর মাধ্যমে যাত্রীদের টিকিট কাটার প্রতি সচেতনতা বাড়ানো হয় এবং কালোবাজারিদের কঠোরভাবে সতর্ক করা হয়। টিকিট কালোবাজারি ও অন্যান্য অনিয়ম রোধে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

