AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিপুরী মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৪:২০ পিএম, ২৬ অক্টোবর, ২০২৫

নিপুরী মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

ফোরামের সভাপতি শাহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাওছার শোকরানা পান্না। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাবিদ, সাহিত্যিক ও শিক্ষক নেতৃবৃন্দ।

মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম ১৫ বছরেরও বেশি সময় ধরে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থী দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে বিশেষ ক্লাস আয়োজন এবং বাড়িতে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি করছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!