AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামগঞ্জে আলোচনায় বিএনপি নেতা কবির হোসেন পাটোয়ারী



রামগঞ্জে আলোচনায় বিএনপি নেতা কবির হোসেন পাটোয়ারী

রামগঞ্জে বিএনপির পরীক্ষিত সৈনিক কবির হোসেন পাটোয়ারী, যাকে সবাই ‘বড় কবির’ নামে চেনে। কবির হোসেন পাটোয়ারী বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিক মিথ্যা মামলা এবং জেল-জুলুমের শিকার হয়েছেন। তৎকালীন সরকারের দলীয় বাহিনীর হামলা-মামলা ও নানা হয়রানীতে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি।

সাবেক এই ছাত্র ও যুবনেতা শীঘ্রই দেশে ফিরছেন বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। তাকে গ্রহণ করতে দলীয় নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বলে দলের একটি সূত্র জানিয়েছে। তার আগমনের খবর শুনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লার চা দোকানের প্রতিদিনের আড্ডায় ভোটাররা কবির হোসেন পাটোয়ারীকে নিয়ে আলোচনার ঝড় তুলেছেন।

জনমনে প্রশ্ন, তাহলে কি আগামী সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন কবির পাটোয়ারী? দলীয় একটি সূত্র জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন চাইবেন তিনি। শীঘ্রই দেশে ফিরছেন এবং তাকে গ্রহণ করতে দলীয় নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। প্রবাসে গিয়েও জাতীয়তাবাদী রাজনীতি থেকে দূরে যাননি তিনি। সেখানেও বিএনপি রাজনীতিতে সক্রিয় থেকে ফ্রান্স বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলের ঘোষিত সকল কর্মসূচি সম্পন্ন করেছেন এবং প্রবাসে যথেষ্ট সুনাম অর্জন করেছেন।

নেতাকর্মীরা আরও জানান, ফ্রান্সে বিএনপির দুর্গ গড়ে তুলেছেন এবং দেশের মাটিতে রাজনীতি করতে গিয়ে যেসব নেতা-কর্মী মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের আর্থিক ও আইনী সহায়তা দিয়েছেন। এতে প্রবাসে থেকেও কবির হোসেন পাটোয়ারী, প্রকাশ ‘বড় কবির’, তৃণমূল বিএনপি ও সহযোগী সংগঠনের আস্থাভাজক হিসেবে যোগ্যতা অর্জন করেছেন।

ছাত্রজীবনে কবির হোসেন পাটোয়ারী রামগঞ্জ সরকারি কলেজের জিএস, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি এবং রামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ফ্রান্স বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলের ঘোষিত সকল কর্মসূচি সম্পন্ন করেছেন এবং প্রবাসে যথেষ্ট সুনাম অর্জন করেছেন।

রামগঞ্জ পৌর যুবদলের সদস্য আমজান হোসেন মিয়াজি বলেন, “প্রবাসে বিএনপির দুর্গ গড়ে তোলার পাশাপাশি একজন রেমিট্যান্স যোদ্ধা বড় কবির পাটোয়ারী আমাদের অনুপ্রেরণা। তিনি রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।”

এ ব্যাপারে জানতে চাইলে ফ্রান্স বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিক মিথ্যা মামলা এবং জেল-জুলুমের শিকার হয়েছি। তৎকালীন সরকারের দলীয় বাহিনীর হামলা-মামলা ও নানা হয়রানীতে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি। বিগত সরকারের সময় দলের যেসব নেতা-কর্মী মামলা-হামলার শিকার হয়েছে, তাদের আর্থিক ও আইনী সহায়তা করেছি। আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে নির্বাচিত হবো, ইনশাআল্লাহ।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!