আখাউড়া-সিলেট রেল সেকশনের সকল স্টেশন চালুকরণ ও ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে আগামী ১ নভেম্বর সিলেট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত রেলপথ অবরোধের সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় শমশেরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সমাজকর্মী এনামুল হক শামীমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বার সঞ্চালনায় এই কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, কুলাউড়া উপজেলা ৮ দফা দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আকই, স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা জানান, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা, সিলেটের স্টেশনে আসন সংখ্যা বৃদ্ধি, প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন, ট্রেনের টিকেট কালোবাজারী রোধ এবং সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দু’টি স্পেশাল ট্রেন চালুর মতো দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
তারা আরও বলেন, রেলপথের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতি রোধ করা না হলে, ১ নভেম্বর সর্বাত্মক কর্মসূচী কার্যকর করা হবে এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

