মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় লোকালয়ে কুমির ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে এ আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে পদ্মা নদী থেকে একটি কুমির লোকালয়ে ঢুকে পড়ে। এতে পদ্মাপাড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। গ্রামবাসীর দাবি— পুকুরপাড়ে তাঁরা দুটি কুমির দেখেছেন। ঘটনাস্থলে ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ, এমনকি স্কুলের শিক্ষার্থীরাও কৌতূহল নিয়ে কুমির দেখতে আসছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। স্থানীয় মো. হায়াত হোসেন খানের ছেলে টগর খান বলেন, “শুক্রবার রাত ১টার দিকে পথচারী রানা ওরফে মধু পুকুরপাড়ে গোয়ালঘরের পাশে কুমিরটি দেখতে পেয়ে চিৎকার দেন। এরপর স্থানীয়রা দৌড়ে এসে টর্চলাইটের আলোতে কুমিরটি দেখতে পান। তবে ছবি তুলতে গেলে কুমিরটি পানিতে নেমে যায়।”
স্থানীয় বাসিন্দা সেলিনা বেগম জানান, “রাতে ডাকচিৎকার শুনে বাইরে এসে দেখি গোয়ালঘরের পাশে কুমিরটি দাঁড়িয়ে আছে। শব্দ পেয়ে কিছুক্ষণের মধ্যেই এটি পুকুরে নেমে যায়। আমরা খুব ভয় পেয়েছি।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত কুমিরটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, “বন বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

