ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০ পিস ইয়াবাসহ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লালপুর দীঘলবস্তী কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই গোলাম রব্বানী গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের একাধিক অভিযানে তিনি ধরা না পড়লেও সোমবার রাতে ইয়াবা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি এবং লালপুর দীঘলবস্তী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, “মাদক ব্যবসায়ী তো দূরের কথা, মাদক সেবনকারী এমন ব্যক্তিরও দলে কোনো জায়গা নেই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার অপকর্মের দায় দল নেবে না।”
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, “গোলাম রব্বানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে