AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত চাষিরা



অভয়নগরে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত চাষিরা

যশোরের অভয়নগর উপজেলার অধিকাংশ জমিতে আমন ধান ঘরে তোলার সময় শুরু হয়েছে। উপজেলার ১টি পৌরসভা এবং ৮টি ইউনিয়নের জলাবদ্ধ এলাকা বাদে বাকি সব জমিতে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ চলমান রয়েছে।

কৃষকেরা জানান, অনুকূল আবহাওয়ার কারণে ধান কাটতে সুবিধা হচ্ছে। তবে কিছু এলাকায় মাজরা পোকার আক্রমণের কারণে ধানের ক্ষতি হয়েছে। উপজেলার দেওয়াপাড়া গ্রামের কৃষক নুর ইসলাম বলেন, “আমি ১ বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম। ফলন ভালো হয়েছে। আশা করছি ২২ থেকে ২৫ মন ধান পাবো।”

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এবছর অভয়নগরে ৬ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে, আর জলাবদ্ধতার কারণে ১ হাজার ৪০৬ হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হয়নি। ধান উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ৯ হাজার ৯৬২ মেট্রিক টন।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, অনুকূল আবহাওয়ার কারণে ধানের ফলন ভালো হয়েছে। অল্প কিছু এলাকায় মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। “পোকা দমনে আমরা কৃষকদের নিয়মিত দলগত বৈঠক ও কারিগরি পরামর্শ দিচ্ছি। উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সহযোগিতা করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!