নাটোরের বড়াইগ্রামে কৃষকদের মধ্যে তামাক চাষ নিরুৎসাহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার বিকালে ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।
উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষিবিদ মোঃ সজীব আল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার হোসনে আরা মিরা, উপজেলা বন কর্মকর্তা, ৪নং নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা সাহেব, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলটন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং এলাকার কৃষক, তামাক চাষি ও সার ডিলাররা অংশগ্রহণ করেন।
সেমিনারে তামাক চাষের ক্ষতিকর প্রভাব এবং বিকল্প ফসল চাষের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতা মূলক উদ্যোগের মাধ্যমে কৃষকদের স্বাস্থ্য ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/এ.জে