বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, “হায়রে ছাত্রদল! আমরা ছাত্রসমাজকে নেতৃত্ব দেবো, অথচ নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতাটুকু আমাদের নেই।”
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বীরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর শাখা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বাবুল বলেন, “আমি যখন ডাকসুর পূর্ণরূপ জানতে চাইলাম, কেউ উত্তর দিতে পারলো না। যোগ্যতা না থাকলেই আজ ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে ওরা (শিবির) জিতছে।”
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “চারটি বিশ্ববিদ্যালয়েই একটি বিশেষ ছাত্রসংগঠন বিপুল ভোটে জয়লাভ করেছে। কারণ আমাদের যোগ্যতা নেই, মেধা নেই, কর্ম নেই, সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কলেজ, হাইস্কুল কিংবা বিশ্ববিদ্যালয়—কোথাও আমাদের কোনো ইতিবাচক কার্যক্রম নেই।”
তিনি বলেন, “আল্লাহ চাইলে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ঠিকই, কিন্তু আমার ধারণা—মানুষের মন জয় করতে না পারলে খুব বেশিদিন টিকে থাকতে পারব না। মানুষের মন জয় করতে পারছি না বলেই বলি, ১৪ মাসে ১৪টা নয়, আরও অনেক ভোট কমে গেছে।”
বাবুল আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে দেশের সেরা মেধাবী ছেলেমেয়েরা। ওরা ভোট দেয়নি, কিন্তু ওরাই বাংলাদেশের ভবিষ্যৎ। ওদের প্রভাব আছে দেশের প্রতিটি এলাকায়, প্রতিটি পরিবারে। তাই আমাদের উচিত তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ও আস্থা ফিরে পাওয়া।”
সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সভার ওই বক্তব্যের ভিডিওটি রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
একুশে সংবাদ/এ.জে