দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হক রোববার (১৯ অক্টোবর) পার্বতীপুরে জিয়া পরিষদ কার্যালয় ও লাইব্রেরী উদ্বোধন করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে সুসংগঠিত করে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী বিএনপি গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশ প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক নতুন জিয়া পরিষদ কার্যালয় ও লাইব্রেরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একুশে সংবাদ/এ.জে