মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি জলাশয় থেকে লক্ষ্মী রানী রাজবংশী (৮৫) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা দীর্ঘদিনের প্যারালাইসিস রোগী ছিলেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে রঞ্জিত রাজবংশী ও ছেলের স্ত্রী পারবতী রাজবংশীকে আটক করা হয়েছে। নিহতের নাতি পিয়াস রাজবংশী বর্তমানে পলাতক রয়েছেন।
ঘটনা সোমবার (২০ অক্টোবর) উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম মাঝিপাড়া এলাকায় ঘটে। লক্ষ্মী রানী রাজবংশী ছিলেন মৃত যোগেশ রাজবংশীর স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ছেলে ও তার স্ত্রী বৃদ্ধার যথাযথ যত্ন না নেওয়ার কারণে তিনি দীর্ঘদিন তিন মেয়ের বাড়িতে থাকতেন। সম্প্রতি তিনি ছেলের বাড়িতে আসেন। অভিযোগ, ছেলে ও ছেলের স্ত্রী ঠিকমতো দেখাশোনা না করে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এবং রাতের অন্ধকারে বাড়ির পাশের ডুবায় মরদেহ ফেলে দিয়েছেন।
খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোচ্ছাঃ ইয়াসমিন খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও ছেলের স্ত্রীর ওপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান।”
একুশে সংবাদ/এ.জে