বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকরা মাথায় কালো কাপড় বেঁধে ‘মৌন মিছিল’ কর্মসূচির ঘোষণা দেন। একই কর্মসূচি জেলা ও উপজেলা সদরেও পালিত হবে বলে জানানো হয়েছে।
এর আগে সোমবার (২০ অক্টোবর) নবম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মহাসমাবেশ করেন শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে তারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবেন না এবং সকল প্রশিক্ষণ কর্মসূচি থেকে শিক্ষকদের প্রত্যাহার করা হবে।
শিক্ষক নেতারা বলেন, “সরকার যদি বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ না বাড়ায়, তাহলে আন্দোলন আরও কঠোর করা হবে।”
এর আগে গত রোববার শিক্ষাভবন অভিমুখে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ পুলিশি বাধার মুখে পড়লে আন্দোলনরতরা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন।
অর্থ বিভাগ সম্প্রতি এমপিওভুক্তদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) করার সিদ্ধান্ত জানায়, যা আন্দোলনরত শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন।
শিক্ষকদের চলমান কর্মসূচির প্রতি বিএনপি, গণ অধিকার পরিষদ ও ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে শিক্ষক নেতারা জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে