AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে এক যুগ পর পুনরায় রাবার সংগ্রহ, মাসে আয় ১৮ লাখ টাকা



বোয়ালখালীতে এক যুগ পর পুনরায় রাবার সংগ্রহ, মাসে আয় ১৮ লাখ টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া এলাকায় প্রায় এক যুগ পর আবারো শুরু হয়েছে রাবারের রস সংগ্রহ। অক্টোবরের শুরু থেকে স্থানীয় কয়েকজন উদ্যোক্তা বাগান থেকে রাবারের রস সংগ্রহ করছেন।

উদ্যোক্তা অলক বড়ুয়ার তথ্য অনুযায়ী, বাগানটিতে প্রায় ১০ হাজার রাবার গাছ রয়েছে। প্রতিদিন ভোর ৫টা থেকে শ্রমিকরা গাছের নির্দিষ্ট অংশের বাকল কেটে দেন, সেখান থেকে সাদা রস সংগ্রহ করে পাত্রে সংরক্ষণ করা হয়। সকাল ৯টার মধ্যেই রস প্লাস্টিকের ড্রামে স্থানান্তর করা হয়।

এখন প্রতিদিন গড়ে ২৫০ কেজি রাবার সংগ্রহ হচ্ছে, যার দাম প্রতি কেজি ২৭০ থেকে ২৭৫ টাকা। সংগ্রহকৃত রাবার দেশীয় বিভিন্ন কোম্পানি ও বিদেশে রপ্তানি করা হচ্ছে।

বাগানটি বর্তমানে প্যারাগন কোম্পানির কাছ থেকে ৬ লাখ টাকায় দুই বছরের জন্য ইজারা নেওয়া হয়েছে। এখানে ১৫ জন শ্রমিক মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা বেতনে কাজ করছেন।

উদ্যোক্তা অলক বড়ুয়া জানান, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাবারের রস সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রতিদিন ২৫০ কেজি হারে মাসে প্রায় ৭,৫০০ কেজি রস সংগ্রহ সম্ভব, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। খরচ বাদ দিয়ে মাসে প্রায় ১৮ লাখ টাকা লাভের সম্ভাবনা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!