গোপালগঞ্জের মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যক্রমে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত ৩১ দফা প্রচারের অংশ হিসেবে। মিছিল আয়োজন করা হয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায়।
বোয়ালিয়া বাজারে অনুষ্ঠিত গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাকুল মৃধা, সাধারণ সম্পাদক মোঃ বাসু সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েল, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ফারুক মিনা, সাধারণ সম্পাদক আমির হোসেন ঝন্টু, সহ-সভাপতি যুবায়ের মোল্লা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রইচ মিয়া ও সাইফুল শেখ, রিপন মিয়া, মফিজসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলটি বোয়ালিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
গণমিছিল শেষে ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাকুল মৃধা বলেন, “মুকসুদপুর উপজেলা জুড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, মুকসুদপুর, কাশিয়ানী ও গরীব দুঃখী মানুষের আশার আলো হিসেবে কেন্দ্রীয় নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।”
একুশে সংবাদ/এ.জে