খাগড়াছড়ির মাটিরাঙায় খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা ও টি.ও. লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “সরকার পুরাতন নীতিমালা বিলুপ্ত করে নতুন নীতিমালা প্রণয়ন করায় দেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। কৃষিনির্ভর এই দেশে চাষাবাদের মৌসুমে কৃষকের হাতে অর্থ না থাকলে তাঁদের দোরগোড়ায় বাকিতে সার পৌঁছে দেওয়ার কাজ করেন ডিলাররা। সরকার যদি পূর্বের নীতিমালা পুনর্বহাল না করে নতুন নীতিমালা বহাল রাখে, তাহলে আমরা কর্মহীন হয়ে পড়ব।”
বক্তারা আরও বলেন, “আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষি সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
একুশে সংবাদ/এ.জে