AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রাম-১: ইসির নির্দেশনা মেনে নিজেই ব্যানার সরালেন জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম



কুড়িগ্রাম-১: ইসির নির্দেশনা মেনে নিজেই ব্যানার সরালেন জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম নিজেই তার নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ শুরু করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে টানানো দুটি বিলবোর্ড ও ব্যানার তিনি নিজ হাতে খুলে ফেলেন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেন জামায়াতের এই প্রার্থী। নির্বাচনী এলাকায় ঘুরে দেখা যায়, তিনি নিজেই বিভিন্ন স্থানে ঝুলানো ব্যানার, পোস্টারসহ প্রচার সামগ্রী খুলছেন। এ সময় উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন বলেন, “জামায়াত প্রার্থীর এ উদ্যোগ জনমনে ইতিবাচক বার্তা দিয়েছে। আইন মেনে চলার যে উদাহরণ তিনি স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।”

এ বিষয়ে কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন,“নির্বাচন কমিশনের নির্দেশ মানা প্রত্যেক প্রার্থীর দায়িত্ব। আমি চাই নির্বাচন হোক শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আইনানুগ। তাই নিজেই প্রচার সামগ্রী অপসারণ শুরু করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকার সব ইউনিয়নের দায়িত্বশীলদেরও একই নির্দেশনা দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, তফসিল ঘোষণার পর ইসির নির্দেশ অনুসারে ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার, ব্যানার, ফেস্টুন, গেট ও বিলবোর্ড অপসারণ বাধ্যতামূলক। আইন ভঙ্গ করলে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে নির্দেশনায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!