AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে বিএনপির সংবাদ সম্মেলন: বহিষ্কৃতদের কার্যক্রম বর্জনের আহ্বান


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৬:৫১ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৫

গৌরীপুরে বিএনপির সংবাদ সম্মেলন: বহিষ্কৃতদের কার্যক্রম বর্জনের আহ্বান

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কলেজ রোডে উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে একাধিক নেতার মধ্য থেকে কেন্দ্রীয় বিএনপি ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। মনোনয়ন না পেলেও বেশিরভাগ নেতাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করছেন।

তিনি অভিযোগ করে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নের বিরোধিতা করায় গৌরীপুর বিএনপির শীর্ষ পদে থাকা কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অথচ ওই বহিষ্কৃত নেতারা ও তাদের অনুসারীরা এখনও নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিয়ে সভা–সমাবেশ ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ধানের শীষের প্রার্থীর ক্ষতি করার অপচেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

এসময় বিএনপি নেতারা সাংবাদিকদের উদ্দেশে তিনটি বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান-

১।বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বহিষ্কৃতদের দলীয় স্লোগান ব্যবহারের তথ্য বর্জন।
২। উপজেলা–পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বহিষ্কৃত বা অনুসারীদের সভা–সমাবেশ সংক্রান্ত তথ্য বর্জন।
৩। ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বহিষ্কৃতদের অবস্থান—এ সংক্রান্ত সংবাদ প্রকাশের আগে উপজেলা/পৌর বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ।

তিনি বলেন,“ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—এই আদর্শে বিশ্বাস রেখে আমরা তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করছি।”

লিখিত বক্তব্য পাঠের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—আলী আকবর আনিস, আহ্বায়ক, পৌর বিএনপি, ফারুক আহাম্মদ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি, আনোয়ার হোসেন কামাল, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি, রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি, শোয়েব মুন্সী, মেহেদী হাসান সাগর, সহ-সাধারণ সম্পাদক, উত্তর জেলা যুবদল, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

শেষে গৌরীপুর বিএনপির নেতারা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!