AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের মিছিল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৬:০৩ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৫

তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতের মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ-০২ আসনের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ ডিসেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের গেটপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌর উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

মিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের সহস্রাধিক কর্মী-সমর্থক অংশ নেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ-২ আসনে নির্বাচন পরিচালক সমশের মোল্লা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল-মাসুদ খান।

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে অ্যাডভোকেট আজমল হোসেন সরদার বলেন, “চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই।”
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দলকে বিজয়ী করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!