কুড়িগ্রামের উলিপুরে স্টারলিংকের ফ্রি ওয়াই–ফাই নেটওয়ার্ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো উলিপুর শহীদ মিনার চত্বরে স্টারলিংকের ফ্রি ওয়াই–ফাই জোন চালু হয়। পরীক্ষামূলকভাবে নেটওয়ার্কের ক্যাচমেন্ট এলাকা প্রায় ১৫০ মিটার নির্ধারণ করা হয়েছে।
উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অগ্রগতি আনতেই এই নেটওয়ার্ক উদ্বোধন করেন ২৭—কুড়িগ্রাম (উলিপুর-৩) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাসভীর–উল ইসলাম।
উদ্বোধক ও বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র হায়দার আলী মিয়া বলেন, “উলিপুর শহরের স্থায়ী বাসিন্দা ছাড়াও বাজারে আগত সাধারণ মানুষ এই নেটওয়ার্কের আওতায় থাকবেন। যেকেউ মোবাইলের ওয়াই–ফাই অপশন চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট হবে এবং বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।”
তিনি আরও বলেন, “উলিপুরের উন্নয়নের স্বার্থে বিএনপির পাশে থাকুন এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।”
এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ–সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

