AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাটোরের গুরুদাসপুরে তরুণদের মুখোমুখি জামায়াতের এমপি প্রার্থী আব্দুল হাকিম


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৬:১২ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৫

নাটোরের গুরুদাসপুরে তরুণদের মুখোমুখি জামায়াতের এমপি প্রার্থী আব্দুল হাকিম

“তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তরুণদের প্রথম ভোট ন্যায়–ইনসাফের পক্ষে হোক”—এই স্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে তরুণদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হাকিম।

গতকাল বিকেলে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর আলিম সিনিয়র মাদরাসা মাঠে লেখক মুঞ্জুরুল হাসান ও চিকিৎসক রাশিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত “তরুণদের মুখোমুখি আব্দুল হাকিম” শীর্ষক অনুষ্ঠানে স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদরাসাছাত্রী, গৃহিণী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ প্রশ্ন করেন এই প্রার্থীর কাছে।

মুখোমুখি অনুষ্ঠানে শিক্ষার্থী খালিদ হাসান, রেফাত মোল্লা, সুমাইয়া খাতুন, কাওছার আলী, সিনথিয়া খাতুন, রজব আলী, সিয়াম সরকার, শাকিব আহম্মেদ, তাহিরা খাতুন, মারুফ হোসাইন এবং গৃহবধূ স্বপ্না রানী সন্ত্রাস, চাঁদাবাজি, কর্মসংস্থান, নারী শিক্ষা, শিক্ষার অনুকূল পরিবেশ, শিশু শ্রম, নিরাপত্তা, পর্যটন কেন্দ্র স্থাপন, সুদমুক্ত ঋণ, কৃষি উন্নয়ন, ক্রীড়া–সংস্কৃতি চর্চা, রাস্তা–ঘাটের উন্নয়ন, ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, মাদক ও দুর্নীতি—এসব বিষয়ে ধারাবাহিক প্রশ্ন করেন। প্রতিটি প্রশ্নেরই উত্তর দেন এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

আব্দুল হাকিম বলেন, “আধুনিক নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) গড়তে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমি কিংবা আমার সংগঠনের কেউ কোনো অপকর্মের সঙ্গে জড়িত নয়।”

তিনি আরও জানান, কৃষিপ্রধান এ অঞ্চলের উন্নয়নে—কৃষকবান্ধব কর্মপরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নাটোরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা —এসব লক্ষ্য সামনে রেখে কাজ করতে চান তিনি।

এ ছাড়া তিনি ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা, মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে ঘুষমুক্ত চাকরির ব্যবস্থা, শিল্প–কলকারখানা স্থাপন, গ্যাস সরবরাহ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, তথ্যপ্রযুক্তির বিকাশ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত তরুণরা আশা প্রকাশ করেন—আগামী দিনের গুরুদাসপুর হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী, যেখানে তরুণরাই হবে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি।

অনুষ্ঠানে শিক্ষার্থী, তরুণ–তরুণী ছাড়াও সচেতন যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!