রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের জাহাজমারা সৈকত সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে তৈরি করা দুটি মাছের ঘের প্রশাসন উচ্ছেদ করেছে।
শনিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
প্রশাসন জানায়, অভিযানে মোট ১৪ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জলমহালভুক্ত এলাকায় প্রায় ১০ একর জমি দীর্ঘদিন ধরে দখল করে মাছের ঘের তৈরি করেছিলেন স্থানীয় জাকির ভূইয়া। পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তার ঘেরের বাঁধ কেটে পানির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা হয়।
এছাড়া ইব্রাহীম মাহমুদ লিকন নামে আরেক ব্যক্তির দখলে থাকা ৪ একর সরকারি খাস জমিতে করা ঘেরও উচ্ছেদ করা হয়েছে। অভিযানের সময় তাকে পাওয়া না গেলেও একটি উল্কা ও দুই সেট মাছ ধরার জাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, “সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে এবং জলমহালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/এ.জে