গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জয় কুমার দাস ও তার সহযোগীদের মৃত্যুদন্ডের দাবিতে শনিবার (১৮ অক্টোবর) নালিতাবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা গেইটের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা উবায়দুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা মাহদি হাসান সিদ্দিকী।
বক্তৃতায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোরাম কিবরিয়া ভিপি, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, মুফতি আবু সুফিয়ান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুহাম্মদ আলী নাজিরপুরী ও মুফতি মাহমুদুল হাসান ফয়জুল্লাহ দাবি জানান, ১৩ বছরের শিশু মাদ্রাসা ছাত্রীকে তিন দিন ধরে ধর্ষণকারী জয় কুমার দাস ও তার সহযোগীদের মৃত্যুদন্ড দেওয়া হোক। তারা একই সঙ্গে বাংলাদেশ থেকে ইসকন কার্যক্রম বন্ধ করার দাবি জানান।
স্থানীয় সজল চন্দ্র দাস বলেন, “আমরা চাই বাংলাদেশে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। ধর্ষণকারী জয় কুমার দাসের মৃত্যুদন্ড দাবি করছি।”
বিক্ষোভ ও মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা উবায়দুর রহমান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

