চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপে দিনদুপুরে এক প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) প্রবাসী মোহাম্মদ আক্কাছের স্ত্রী সাবিনা আক্তার বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলাটি দায়ের করেন। এর আগে ১৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে উপজেলার মধ্যম চরণদ্বীপ ফকিরাখালী এলাকার ফয়েজ আলীর বাড়ির প্রবাসী মোহাম্মদ আক্কাছের বসতঘরে চুরির ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী সাবিনা আক্তার বলেন, “বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ডাক্তার দেখাতে শহরে গিয়েছিলেন। আমি দুপুর ১২টার দিকে ঘরে তালা দিয়ে ব্যাংকের কাজে উপজেলা সদরে যাই। দুপুর পৌনে ৩টার দিকে ফিরে এসে দেখি মূল গেটের তালা ঠিক থাকলেও ভিতরের গ্রিলের তালা নেই এবং ভেতর থেকে দরজা আটকানো। ঘরের পেছনের দরজা খোলা ছিল।”
তিনি আরও জানান, চোরের দল আলমারির লক ভেঙে নগদ ৫৬ হাজার টাকা, প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ১৪ লাখ টাকা), ৩০ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইলফোন এবং একটি ট্যাব চুরি করে নিয়ে গেছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। চোর শনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান চলছে।”
একুশে সংবাদ/এ.জে