দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট জেলা স্টাফ রিপোর্টার সাংবাদিক এ. এস. এম. হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলার সকল সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিটের সাধারণ সম্পাদক মো. আবদুল করিম মাস্টার।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিট সভাপতি আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, ভোরের চেতনা পত্রিকার সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল, এবং বিজয়নগর উপজেলা স্টাফ রিপোর্টার শাহ আলমগীর হোসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন—দৈনিক সংগ্রাম পত্রিকার সরাইল সংবাদদাতা মোখলেছুর রহমান, সাংবাদিক জহিরুল ইসলাম রিপন, দৈনিক আমার বার্তার সরাইল প্রতিনিধি মো. রিমন খান, দৈনিক নওরোজ এর সরাইল প্রতিনিধি আবদুল মোমিন খান, উপজেলা সাংবাদিক পরিষদের সেক্রেটারি আল ফারুক, সাংবাদিক রফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন, রাহাত হোসেন, খোকন মিয়া, মনির হোসেন, প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার ও ভোরের চেতনার ব্রাহ্মণবাড়িয়া ফটোসাংবাদিক মো. মোসলেম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, “সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক আন্দোলন গড়ে না তুললে অপরাধীরা বারবার রেহাই পেয়ে নতুন অপরাধে উৎসাহিত হবে।”
তারা সাংবাদিক হায়াত উদ্দীন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সারাদেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার এক চায়ের দোকানে বসে থাকার সময় মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক এ. এস. এম. হায়াত উদ্দীনের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একুশে সংবাদ/এ.জে