দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে অবৈধভাবে পণ্য পাচারে জড়িত থাকার অভিযোগে দুই আনসারের প্লাটুন কমান্ডার শ্রী অসিত কুমার ও ইয়ামিন কবীরকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বেসরকারি সিকিউরিটি সংস্থা আল আরাফাত সার্ভিসেস লিমিটেডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) শামীম হোসেন রেজা।
বন্দর সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় বাইপাস সড়কের ট্রাক টার্মিনালের সামনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) একটি বাংলাদেশি ট্রাক থেকে আড়াই কোটি টাকার অবৈধ পণ্য চালান আটক করে। তদন্তে দেখা গেছে, বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের আনসার সদস্যরা ওই দিনের অবৈধ পণ্য পাচারের ঘটনায় জড়িত ছিলেন।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষ অভিযুক্তদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি, ১৫ অক্টোবর থেকে তাদের বায়োমেট্রিক হাজিরা স্থগিত করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দরে আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি জোরদার করা হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে