AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে নির্বাচনী ওলামা সমাবেশ অনুষ্ঠিত



সাদুল্লাপুরে নির্বাচনী ওলামা সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে নির্বাচনী ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জামালপুর ইউনিয়নে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মবিন হোসাইন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর–পলাশবাড়ী আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ড. আবু সাইদ মোহাম্মদ নুরুল ইসলাম সাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ সরকার, জামায়াতে ইসলামীর জামালপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ মেজবাহুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শামসুজ্জামান একরাম প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

সমাবেশে জামালপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমরা উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অতীত ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।
তারা বলেন, “সফলতা অর্জনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে একযোগে কাজ করতে হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!